সুনামগঞ্জে সংঘর্ষের সময় ইজিবাইকের ধাক্কায় আহত আইনজীবীর মৃত্যু

রানা মিয়া পুরকায়স্থ
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষের সময় সড়কে ইজিবাইকের ধাক্কায় আহত আইনজীবী রানা মিয়া পুরকায়স্থ (৭০) মারা গেছেন। গতকাল রোববার রাতে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

রানা মিয়া পুরকায়স্থ সুনামগঞ্জ পৌর শহরের ময়নার পয়েন্টে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি জেলার ধর্মপাশা উপজেলা সদরে।

পরিবার ও আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রানা মিয়া পুরকায়স্থ গতকাল বেলা আড়াইটার দিকে আইনজীবী সমিতি ভবন থেকে বাড়িতে যাওয়ার জন্য বের হন। তখন সড়কে সংঘর্ষ চলছিল। আইনজীবী সমিতি ভবনের সামনের সড়কে আন্দোলনকারীদের অবস্থান ছিল। সড়কের স্টেশন রোডে অবস্থান ছিল আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশের।

দুই পক্ষের মধ্যে তখন ইটপাটকেল নিক্ষেপ ও তুমুল সংঘর্ষ চলছিল। সড়ক পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক রানা মিয়া পুরকায়স্থকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং মাথার পেছন দিকে গুরুতর আঘাত পান। পরে তাঁকে বাসায় নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতাল এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে তিনি মারা যান।

রানা মিয়া পুরকায়স্থের শ্যালক মাইদুল ইসলাম খান বলেন, ‘আমি ঘটনার সময় ওনার সঙ্গেই ছিলাম। আমরা রাস্তা পার হচ্ছিলাম। তখন সেখানে কাঁদানের গ্যাসের সেলের ধোঁয়া ছিল। রানা মিয়ার চোখেও ধোঁয়া লাগে। তখনই তাঁকে ইজিবাইক ধাক্কা দেয় এবং তিনি রাস্তায় পড়ে যান।’ আজ সোমবার দুপুরে তিনি জানান, ময়নাতদন্ত ছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশ নিয়ে তাঁরা সুনামগঞ্জের উদ্দেশ্য রওনা হয়েছেন।

এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ সংঘর্ষের সময়ে আহত হয়ে রানা মিয়া পুরকায়স্থ মারা যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, এই তথ্য সঠিক নয়।