পঞ্চগড়ে একটি চা প্রক্রিয়াকরণ কারখানাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

চা প্রক্রিয়াকরণ কারখানা মৈত্রী টি ইন্ডাস্ট্রিজ লিমিডেটে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার সুরিভিটা-হেলিপ্যাড এলাকায়
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে শর্ত না মানা ও মিথ্যা তথ্য দেওয়ায় মৈত্রী টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি চা প্রক্রিয়াকরণ কারখানাকে সাড়ে চার লাখ টাকা জরিমানা, অনাদায়ে প্রতিষ্ঠানের মালিককে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার সুরিভিটা-হেলিপ্যাড এলাকায় ওই কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) আমিনুল হক তারেক।

বাংলাদেশ চা-বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, পঞ্চগড়ের চা-শিল্পের সংকট দূর করতে জেলা প্রশাসক মো. সাবেত আলীর উদ্যোগে গত দুই মাসে চারবার চা-সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সভা করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে কাঁচা চা-পাতার সর্বনিম্ন দর প্রতি কেজি ১৭ টাকা নির্ধারণসহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্তগুলো মানা হচ্ছে কি না, তা তদারক করার জন্য মনিটরিং টিমও গঠন করা হয়।

এদিকে কিছু কারখানামালিক নিয়মনীতি না মেনে চাষিদের কাছ থেকে কাঁচা চা-পাতা ক্রয় এবং তৈরি চা বিক্রি করছেন বলে চাষিদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। এ সময় মৈত্রী টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় চাষিদের ন্যায্যমূল্য না দেওয়া, চাষিদের সরবরাহ করা কাঁচা চা-পাতার ওজন থেকে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাদ দিয়ে দাম দেওয়া এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগের সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা কর্তৃপক্ষ তাদের অপরাধ স্বীকার করার পর সাড়ে চার লাখ টাকা জরিমানা, অনাদায়ে কারখানা মালিককে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করে কারাখানা কর্তৃপক্ষ।

চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন বলেন, জেলা প্রশাসন ও চা বোর্ড পঞ্চগড় চা-শিল্পের উন্নয়নের চা-সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। যাঁরা সিদ্ধান্ত মানবেন না, নিয়মনীতি মানবেন না এবং চাষিদের ন্যায্যমূল্য দেবেন না, তাঁদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।