রংপুরে আন্দোলনকালে সবজি বিক্রেতা হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

ওয়াজেদুল আরেফিনছবি: সংগৃহীত

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন হত্যা মামলার আসামি সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওয়াজেদুল আরেফিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে নগরের কেরানীরহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওয়াজেদুল রংপুর মহানগরীর হাজীরহাট থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

ওয়াজেদুল আরেফিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আটটার দিকে নগরীর কেরানীরহাট এলাকায় অভিযান চালিয়ে সিটির সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন হত্যা মামলার আসামি।

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর সিটি বাজারের সামনে গুলিতে নিহত হন সাজ্জাদ হোসেন। এ ঘটনায় গত ২১ আগস্ট সাজ্জাদের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে একটি মামলা করেন।