ঈদের আগের দিন সন্ধ্যায় খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত
খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে এক যুবক আহত হয়েছেন। আজ রোববার রাত আটটার দিকে নগরের নতুন বাজার লঞ্চঘাট এলাকার একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহত শাওন চৌধুরী (২৯) নতুন বাজার লঞ্চঘাট এলাকার মো. শুকুর চৌধুরীর ছেলে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছেন।
পুলিশ ও ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাওন চৌধুরী তাঁর বাবার মাছের ব্যবসা দেখাশোনা করতেন। সন্ধ্যার পর নিজের বাসার কাছের একটি চায়ের দোকানে তিনি চা পান করছিলেন। এমন সময় তিনটি মোটরসাইকেলে করে ছয়জন যুবক এসে তাঁর নাম ধরে ডাকতে থাকেন। সেখান থেকে শাওন চৌধুরী চলে যাওয়ার সময় একজন গুলি করেন। গুলিটি তাঁর বাঁ হাতের বাহু ভেদ করে ওপাশ দিয়ে বের হয়ে যায়। গুলি করার পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে চলে যায়। পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সনোয়ার হুসাইন মাসুম প্রথম আলোকে বলেন, শাওনকে দুর্বৃত্তরা গুলি করে চলে যায়। কী কারণে তাঁকে গুলি করা হয়েছে, তা তদন্ত করলে জানা যাবে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।