যশোরে যুবলীগ নেতাকে তাঁর বাড়ির সামনে গুলি করে হত্যা
যশোরের মনিরামপুর উপজেলায় উদয় শংকর বিশ্বাস (৪৩) নামের এক যুবলীগ নেতাকে তাঁর বাড়ির সামনে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামেে এ ঘটনা ঘটে।
উদয় শংকর বিশ্বাস (৪৩) উপজেলার নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। তিনি মনিরামপুর উপজেলার পাঁচাকড়ি গ্রামের রণজিৎ বিশ্বাসের ছেলে। তিনি নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক এবং পাঁচাকড়ি টেকারঘাট বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন। সেই সঙ্গে তিনি পাঁচাকড়ি গ্রামের বৈকালী সর্বজনীন পূজা মণ্ডপের সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে উদয় শংকর বিশ্বাস বাজার করতে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে টেকারঘাট বাজারে যান। বাজার শেষে মোটরসাইকেলে করে তিনি নওয়াপাড়া-কালীবাড়ি সড়ক দিয়ে পাঁচাকড়ি গ্রামের বাড়িতে ফিরছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে তিনি বাড়ির সামনে বৈকালী মোড়ে পৌঁছান। সেখান থেকে কাঁচা রাস্তা দিয়ে বাড়িতে ঢোকার সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া দুই দুর্বৃত্ত তাঁকে পেছন দিক থেকে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি রাস্তার ওপর পড়ে যান। স্থানীয় লোকজন উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। তাঁর লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পাঁচাকড়ি গ্রামের বৈকালী মোড়ে চায়ের দোকান আছে বাসুদেব চক্রবর্তীর। তিনি বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি বৈকালী মোড়ে তাঁর দোকানের সামনে এসে থামেন। তাঁদের একজনের মাথায় হেলমেট ছিল। অপরজনের মাথায় হেলমেট ছিল না। তাঁরা দুজনে দুই কাপ চান খান। চায়ের দাম ১০ টাকা দিয়ে তাঁরা দোকানের আশপাশে ঘোরাঘুরি করছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে উদয় শংকর বিশ্বাস বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পাকা সড়ক থেকে বাড়ি ঢোকার সময় তাঁকে পেছন দিক থেকে গুলি করা হয়। গুলির শব্দ শুনে তাঁরা সেখানে দৌড়ে যেতে যেতে ওই দুই ব্যক্তি মোটরসাইকেলে করে পালিয়ে যান।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান বলেন, উদয় শংকর বিশ্বাসকে গুলি করে হত্যা করা হয়েছে। পেছন দিক থেকে তাঁকে গুলি করা হতে পারে। একটি গুলি তাঁর শরীরে লেগেছে। বর্তমানে তিনি ঘটনাস্থলে আছেন। কী কারণে উদয় শংকর বিশ্বাসকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।