সিলেটে নতুন গৃহকর বাতিলের দাবিতে আন্দোলন চলছেই
সিলেট নগরে নির্ধারিত নতুন গৃহকর বাতিলের দাবিতে আন্দোলন কর্মসূচি চলছেই। আজ মঙ্গলবারও একাধিক সংগঠন মানববন্ধন, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ‘অযৌক্তিক ও অস্বাভাবিক’ গৃহকর বাতিলের দাবি জানিয়েছে। এসব কর্মসূচিতে বক্তারা জনস্বার্থে দ্রুত নগরবাসীর দাবি মেনে নিতে মেয়রকে অনুরোধ জানান।
বিকেল পাঁচটায় নগরের কোর্ট পয়েন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখা মানববন্ধন ও সমাবেশ করেছে। অস্বাভাবিক ও অযৌক্তিক গৃহকর নগরবাসীর ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টার প্রতিবাদে সংগঠনটি এ কর্মসূচি পালন করেছে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মুফতি সাঈদ আহমদ। সংগঠনের সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান। এ ছাড়া সংগঠনের জেলা সভাপতি নজির আহমদ, সহসভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দিন, মহানগরের সহসভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলার সাধারণ সম্পাদক মাওলানা ইমাদ উদ্দিন, যুবনেতা বদরুল ইসলাম, ছাত্রনেতা আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
মাওলানা মাহমুদুল হাসান বক্তব্যে বলেন, নগরবাসীর ওপর অস্বাভাবিক গৃহকর বাড়িয়ে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। সিলেটে এমন কী হয়ে গেল যে হঠাৎ গৃহকর বাড়াতে হবে? এটা জনগণকে মেরে আঙুল ফুলে কলাগাছ হওয়ার ধান্দা। জনগণের ওপর এ গৃহকর বৃদ্ধি হবে অত্যন্ত জুলুম। এ জুলুম নগরবাসী সহ্য করবে না। শিগগির এ গৃহকর স্বাভাবিক পর্যায়ে আনতে হবে।
এর আগে পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়নের পর গত ৩০ এপ্রিল থেকে সিটি করপোরেশন নতুন নির্ধারিত বার্ষিক গৃহকর (হোল্ডিং ট্যাক্স) অনুযায়ী ভবনমালিকদের গৃহকর পরিশোধের নোটিশ দেওয়া শুরু করে। এরপর নগরের প্রায় পৌনে এক লাখ ভবনমালিকের গৃহকর ৫ থেকে ৫০০ গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ নিয়ে নগরজুড়ে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এরপর থেকে প্রতিদিন নগরের বিভিন্ন সংগঠন গৃহকর বাতিলের দাবিতে নিয়মিত আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি পালন শুরু করে।
এরই পরিপ্রেক্ষিতে সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী গত রোববার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করে রিভিউর মাধ্যমে গৃহকর সহনীয় পর্যায়ে নিয়ে আসার ঘোষণা দেন। তবে আন্দোলনরত ব্যক্তিরা নতুন গৃহকর বাতিলের দাবি জানিয়েছেন।
আজ বিকেল পাঁচটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘সিলেটি পঞ্চায়িত’ নামের একটি সংগঠন ‘ভৌতিক গৃহকর’ বাতিল করে বিগত বছরের সঙ্গে সমন্বয় করে গৃহকর পুর্নির্ধারণ করার দাবি জানান। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক তাজ রীহান জামান।
এদিকে গত সোমবার রাতে একতরফাভাবে অতি উচ্চহারে গৃহকর আরোপের প্রতিবাদে এবং অযৌক্তিক ও গণবিরোধী গৃহকর আরোপের সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিলের দাবি জানিয়ে ‘৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকবৃন্দের’ ব্যানারে স্থানীয় ব্যক্তিরা মতবিনিময় সভা করেছেন। নগরের মদিনা মার্কেট এলাকার একটি রেস্তোরাঁয় সভাটি হয়।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বি আবদুল মুকিত জাহাঙ্গীর, আমির হোসেন, আবদুর রাজ্জাক রাজন, বদুল মানিক ওরফে মানিক মিয়া, সেলিম আহমদ, ময়নুল হোসেন, আবদুল জব্বার শাহি, রাসেল আহমদ প্রমুখ। বক্তারা বলেন, গণবিরোধী একটি আদেশ জনগণের ওপর চাপিয়ে দিলে জনগণ তা মেনে নেবে না। সাধারণ জনগণের কথা চিন্তা করে সবার সঙ্গে আলাপ-আলোচনা করে গৃহকর পুনর্নির্ধারণ করতে হবে।