মাটির চুলা তৈরিতে ব্যস্ত ছিলেন মা, পুকুরে ডুবে ছেলের মৃত্যু
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বাড়িতে মাটির চুলা তৈরিতে ব্যস্ত ছিলেন মা রিক্তা বেগম। পাশেই খেলছিল তাঁর এক বছর বয়সী শিশু রায়হান কবির। খেলার এক পর্যায়ে পুকুরে ডুবে মারা গেছে শিশুটি। আজ রোববার সকালে ঘোড়াঘাট উপজেলার ২ নম্বর পালশা ইউনিয়নের ওমরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু রায়হান কবির একই গ্রামের মেহেদী হাসান ও রিক্তা বেগম দম্পতির ছেলে।
পরিবারের বরাত দিয়ে ঘোড়াঘাট থানার উপপরিদর্শক রুহুল আমিন বলেন, আজ সকাল আটটার দিকে ওমরপুর গ্রামের গৃহিণী রিক্তা বেগম বাড়িতে মাটির চুলা তৈরির কাজ করছিলেন। এ সময় তাঁর কোলের শিশু রায়হান কবির পাশেই খেলছিল। প্রায় ১৫ মিনিট পর রায়হানকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করেন। আশপাশে না পেয়ে বাড়ির পূর্ব পাশে প্রায় ২০ হাত দূরে পুকুরে ছেলের হাত ভাসতে দেখেন রিক্তা। দ্রুত তিনি পানিতে ঝাঁপ দিয়ে ছেলেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
পুকুরে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক প্রথম আলোকে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।