নারায়ণগঞ্জে ট্রেন লক্ষ্য করে ‘হাতবোমা’ নিক্ষেপ, তিন যুবক আটক
নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী একটি ট্রেনকে লক্ষ্য করে একটি হাতবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ আহত হননি। তবে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রেলওয়ে পুলিশ ও আনসার সদস্যরা ধাওয়া দিয়ে তিন যুবককে আটক করেছেন।
রোববার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন শহরের ৫ নম্বর রেলগেট এলাকার হাবিবুর রহমান (২১), মো. আরিফ (২৩) ও রাজধানীর কাফরুল থানার জয়নাল আবেদীন (২২)।
নারায়ণগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান বলেন, বেলা ১টা ৩৫ মিনিটে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনটি স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। এমন সময় বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় প্ল্যাটফর্মের নিরাপত্তার দায়িত্বে থাকা রেলওয়ে পুলিশ ও আনসার সদস্যরা ধাওয়া দিয়ে তিন যুবককে আটক করেন। ঘটনাস্থল থেকে হাতবোমা বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়েছে।
এসআই বলেন, হাতবোমাটিতে আগুন ধরিয়ে ট্রেনের দিকে ছুড়ে মারলেও তা আগেই বিস্ফোরিত হয়। পুলিশের ধারণা, নাশকতার উদ্দেশ্যে তাঁরা ট্রেনের ইঞ্জিন ও জেনারেটর রুমে বিস্ফোরণ ঘটাতে চেয়েছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কী উদ্দেশ্যে তাঁরা এই ঘটনা ঘটিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের রাজনৈতিক কোনো পরিচয় আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণের ঘটনায় ট্রেনের ভেতরে থাকা সব যাত্রীকে তল্লাশি করা হয়েছে। পরে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। আবার ঢাকা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে ফেরত এসেছে বলে তিনি জানান। আর আটক তিনজনকে ঢাকার কমলাপুর থানায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী রেলওয়ে কনস্টেবল আরিফ হোসেন বলেন, ট্রেনের ভেতরে থাকা এক যুবক স্টেশনের পূর্ব পাশে দাঁড়িয়ে থাকা দুই যুবকের হাতে হাতবোমাটি ছুড়ে দিয়েছিলেন। ওই দুই যুবকের মধ্যে হাবিবুর রহমান হাতবোমাটি ট্রেনের দিকে ছুড়ে মারেন। তবে ট্রেনে পড়ার আগেই তা বিস্ফোরিত হয়। তখন ওই যুবকেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনিসহ অন্য আনসার সদস্যরা ধাওয়া দিয়ে তাঁদের আটক করেন।
স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন আট জোড়া ট্রেন চলাচল করে। পাঁচ দিন আগে নাশকতার আশঙ্কায় রেলওয়ে রাতের এক জোড়া ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। রেলওয়ের নিরাপত্তায় প্রতি স্টেশনে থানা-পুলিশ, রেলওয়ে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিদিন ঢাকা-নারায়ণগঞ্জ লাইনে সাত জোড়া ট্রেন চলাচল করছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনমাস্টার কামরুল ইসলাম জানান, দুপুরে স্টেশনে ঢাকাগামী ট্রেন উদ্দেশ্য করে হাতবোমা ছুড়ে মারা হয়েছিল। হাতবোমাটি ট্রেনে লাগার আগেই ফুটে গেছে। এই ঘটনায় রেলওয়ে পুলিশ তিনজনকে আটক করেছে। তাঁদের কমলাপুর রেলওয়ে থানায় নিয়ে গেছে। এই ঘটনার ১০-১৫ মিনিট পর ট্রেনটি স্টেশন ছেড়ে গেছে। ঢাকা-নারায়ণগঞ্জ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।