পটিয়ায় দলীয় কোন্দল, ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাত
চট্টগ্রামের পটিয়া উপজেলায় দলীয় কোন্দলের জেরে বিজয় দিবসের কর্মসূচিতে অংশ নিতে আসা ছাত্রদলের এক কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে। আহত জিসান আহমেদকে (১৯) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলীয় প্রতিপক্ষের লোকজন তাঁকে ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্র জানায়, মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা ও পৌরসভা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে পটিয়া কলেজ গেট এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও বিজয় শোভাযাত্রার আয়োজন ছিল। কর্মসূচিতে অংশ নিতে উপজেলার কচুয়াই ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসছিলেন। এ সময় উপজেলার বন বিভাগ কার্যালয়ের সময় ইউনিয়ন ছাত্রদলের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে জিসানকে কোমরে ছুরিকাঘাত করে পালিয়ে যান প্রতিপক্ষের কর্মীরা।
পরে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়াই ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন। তিনি বলেন, ইউনিয়ন ছাত্রদলের পদ-পদবি নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অবশ্য সন্ধ্যা পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ পাননি বলে জানান পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর।