বাড়ির পুকুরে ধরা পড়ল ৯ কেজির চিতল মাছ

ফেনীর সোনাগাজীতে পুকুরে ধরা পড়া চিতল মাছ হাতে দাঁড়িয়ে আছেন নজরুল ইসলাম। ছবিটি আজ শনিবার সকালে উপজেলার চর খোয়াজ এলাকা থেকে তোলা হয়ছবি-প্রথম আলো।

ফেনীর সোনাগাজীতে একটি বাড়ির পুকুরে ঝাঁকি জালে ধরা পড়েছে প্রায় ৯ কেজি ওজনের একটি বড় চিতল মাছ। আজ শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের চর খোয়াজ এলাকার নজরুল ইসলামের বাড়ির পুকুরে মাছটি ধরা পড়ে। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মাছটির ছবি দিলে স্থানীয় আড়তদারসহ বেশ কয়েকজন মাছটি কিনতে আগ্রহ প্রকাশ করেন। তবে মাছটি বিক্রি করবেন না বলে জানান নজরুল ইসলাম।

আরও পড়ুন

নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২০২০ সালে শখ করে বাড়ির পুকুরে অন্যান্য মাছের পোনার সঙ্গে ১০ থেকে ১২টি চিতল মাছের পোনাও ছাড়েন নজরুল। একে একে চার থেকে পাঁচটি মাছ ধরা হয়েছে। গত বছরও দুটি মাছ ধরা পড়ে। সেটির ওজন তিন কেজির মতো ছিল। অন্য মাছের পোনা খেয়ে ফেলায় বেশ কয়েকবার বড়শি ও জাল দিয়ে চিতল মাছটি ধরার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। দুদিন ধরে মাছগুলো ধরার জন্য চেষ্টা করছিলেন। পরে আজ সকাল থেকে চার-পাঁচজন মিলে একসঙ্গে ঝাঁকি জাল দিয়ে অনেক কষ্টে মাছটিকে ধরেছেন।

নজরুল ইসলাম একজন কলেজ শিক্ষার্থী। কোরবানির ঈদ উপলক্ষে কলেজ বন্ধ দেওয়ায় ঈদ করতে বাড়িতে এসেছেন। তিনি বলেন, ‘সাধারণত পুকুরে বা ছোট জলাশয়ে বড় চিতল মাছ খুব কমই পাওয়া যায়। এত বড় চিতল জীবনে এই প্রথম ধরতে পারলাম। ফেসবুকে দেখে মাছটিকে সরাসরি দেখতে আশপাশের উৎসুক মানুষের ভিড় জমে। মাছটি ওজন করার সময় স্থানীয় বেশ কয়েকজন মাছটি কিনতে চান। কিন্তু আমি বিক্রি করিনি।’

নজরুল ইসলাম আরও বলেন, মাছটি যে এত বড় হবে তিনি কল্পনাও করেননি। কারণ, পুকুরে কখনো তাঁরা কোনো ধরনের মাছের খাদ্য দেননি। শুধু বাড়ির কয়েকটি পরিবারের খাবারের অবশিষ্টাংশ ফেলেছেন। তবে কয়েক বছর ধরে পুকুরে অন্য জাতের যত মাছের পোনা ছেড়েছেন, সেগুলো খেয়ে ফেলত চিতল মাছটি। অন্য মাছ টিকিয়ে রাখতেই চিতলটি ধরার চেষ্টা করছিলেন তাঁরা। এখনো আরও কয়েকটি চিতল মাছ পুকুরে রয়ে গেছে, সেগুলোও ধরে ফেলা হবে।