রাজশাহীতে ফায়ার সার্ভিস স্টেশনে ককটেল নিক্ষেপ
রাজশাহীতে একটি ফায়ার সার্ভিস স্টেশনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে নগরের কাশিয়াডাঙ্গা এলাকায় রাজশাহীর উত্তর ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স স্টেশনে এ বিস্ফোরণ ঘটানো হয়। এতে কেউ আহত হননি। তবে ফায়ার সার্ভিস স্টেশনের একটি জানালার কাচ ভেঙে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে বৃষ্টি হচ্ছিল। এ সময় বিদ্যুৎও ছিল না ওই এলাকায়। এমন সময় দুর্বৃত্তরা রাস্তা থেকে ফায়ার স্টেশনের দিকে একটি ককটেল নিক্ষেপ করে। সেটি ফায়ার সার্ভিসের একটি জানালার কাছে বিস্ফোরিত হলে কাচ ভেঙে যায়।
আজ সকালে ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আবুল হাশেম বলেন, রাত আটটার দিকে বৃষ্টি হচ্ছিল। এমন সময় বিস্ফোরণের শব্দ শুনতে পান তাঁরা। পরে রাতেই পুলিশের কর্মকর্তারা আসেন স্টেশনে।
নগরের কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানতে পুলিশ অভিযান চালাচ্ছে। এতে একটি জানালার থাই কাচ ভেঙে গেছে। এ ছাড়া তেমন ক্ষতি হয়নি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।