কুড়িগ্রামে পুকুরপাড়ে খেলছিল দুই ভাই, পানিতে ডুবে মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে জাবির (২) ও আদিব (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের খামার বেলদহ গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া জাবির খামার বেলদহ গ্রামের আবদুল হামিদের ছেলে। আদিব একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। শিশু দুটি সম্পর্কে আপন চাচাতো ভাই।

দুই শিশুর চাচা মো. আবু হোসেন বলেন, বাড়ি থেকে ২০০ গজ দূরে তাঁদের একটি পারিবারিক পুকুর আছে। সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে শিশু দুটি খেলনা গাড়ি নিয়ে ওই পুকুরপাড়ে খেলছিল। খেলতে খেলতে সম্ভবত গাড়ি পানিতে পড়ে গেলে তারা সেটি তুলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।

পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রাজ্জাক সরকার জানান, একই পরিবারের দুই শিশুর মৃত্যুর খবর শুনে সকালে ঘটনাস্থল গিয়েছেন তিনি। বর্তমানে বর্ষা মৌসুমে বাড়ির আশপাশে ছোট ছোট গর্ত পানিতে ভর্তি থাকে। এ সময় ছোট শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখার কথা বলেন তিনি।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন প্রথম আলোকে বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে।