ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ময়মনসিংহের পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। জেলার ভালুকা, গফরগাঁও ও গৌরীপুর উপজেলায় গতকাল শুক্রবার রাত ও আজ শনিবার সকালে দুর্ঘটনাগুলো ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন মো. রুবেল (৩০), মোফাজ্জল হোসেন খান (৪৮), সাত্তার মাঝি (৪৫) ও মো. সাফওয়ান (৪)।

পুলিশ জানায়, আজ সকালে গফরগাঁও-ভালুকা আঞ্চলিক সড়কে সিলেট থেকে টাঙ্গাইল যাওয়ার পথে ভালুকার বিরুনীয়া মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি প্রাইভেট কার। এতে চালকসহ দুজন আহত হলে তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় মো. রুবেল মারা যান। রুবেলের বাড়ি টাঙ্গাইলের সখিপুর উপজেলার নলুয়া গ্রামে। রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শফিক উদ্দিন।

গতকাল সন্ধ্যায় ভরাডোবা-টাঙ্গাইল সড়কের মেদুয়ারী বান্দিয়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মোফাজ্জল হোসেন খান মারা যান। তিনি বান্দিয়া গ্রামের বাসিন্দা। মসজিদে মাগরিবের নামাজ শেষে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটসাইকেল মোফাজ্জলকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান।

গতকাল দিবাগত রাত একটার দিকে গফরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় চা–দোকানে বসে থাকা সাত্তার মাঝি (৪৫) নামের এক ব্যক্তির প্রাণ গেছে। তাঁর বাড়ি গফরগাঁও ইউনিয়নের পাঁচপাইর গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাত্তার মাঝি রাত একটার দিকে পাঁচপাইর গ্রামে গফরগাঁও-পাঁচবাগ সড়কের পাশে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় হঠাৎ একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাত্তার মাঝিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সাত্তার মাঝি ও মোটরসাইকেলচালক রিফাত মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরিস্থিতির অবনতি হলে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত আড়াইটার দিকে চিকিৎসক সাত্তার মাঝিকে মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম।

ময়মনসিংহের গৌরীপুরে মোটরসাইকেলচাপায় মো. সাফওয়ান (৪) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ময়মনসিংহ-রামপুর সড়কের গৌরীপুর উপজেলার অচিন্ত্যপুর ইউনিয়নের চৈয়ারকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটি চৈয়ারকান্দা গ্রামের মো. উজ্জল মিয়ার ছোট ছেলে। গৌরীপুর থানার এসআই জামাল উদ্দিন বলেন, শিশুটিকে চাপা দিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেলটি পালিয়ে যায়। তাই সেটিকে আটক করা যায়নি।