বরইয়ের বিচি গলায় আটকে শিশুর মৃত্যু
বরই খেতে গিয়ে গলায় বিচি আটকে মুরছালিন ইসলাম (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়িয়া গ্রামের জহির উদ্দিনের ছেলে। সে সহড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
সহড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুজ্জামান তারিক প্রথম আলোকে মুরছালিনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে মুরছালিনের মৃত্যু হয়। আজ শনিবার সকাল ৯টার দিকে তার লাশ ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে পৌঁছায়।
মুরছালিনের মা রওশনারা খাতুন বলেন, গত বুধবার সকালে মুরসালিন বরই খাওয়ার সময় তাঁর গলায় বিচি আটকে যায়। তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ছেলেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গতকাল রাতে সে মারা যায়।