মোটরসাইকেলের ধাক্কায় পড়ে যাওয়া ছাত্রীকে চাপা দিল গাড়ি
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাচ্ছিল ১২ বছরের তিথি রানী। কাঁচা রাস্তা থেকে পাকা সড়কে ওঠার সময় তাকে ধাক্কা দেন এক মোটরসাইকেল আরোহী। মেয়েটি সাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে। পরক্ষণে একটি তিন চাকার গাড়ি (স্থানীয় নাম পাগলু) মেয়েটির ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই সে মারা যায়। আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা এলাকায় পঞ্চগড়-আটোয়ারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিথি রানী উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা এলাকার পরেশ চন্দ্র বর্মণের মেয়ে। সে স্থানীয় গোয়ালপাড়া বিউটিফুল মাইন্ড কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে তাঁর নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও মেয়েটির পরিবারের বরাত দিয়ে ধামোর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পশিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মোটরসাইকেল আরোহীও সড়কের পাশে ছিটকে পড়ে আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক রহিমুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই ছাত্রীকে তাঁরা মৃত অবস্থায় পেয়েছেন। সে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিল। মাথার বাইরে ও ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।