২ মাস ১০ দিন পর উপাচার্য ও সহ-উপাচার্য পেল গোপালগঞ্জ বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য হোসেন উদ্দিন শেখর ও সহ-উপাচার্য ড. মো. সোহেল হাসানছবি: সংগৃহীত

আগের উপাচার্যের পদত্যাগের ২ মাস ১০ দিন পর গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নতুন করে উপাচার্য ও সহ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক হোসেন উদ্দিন শেখর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। অন্যদিকে সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত আলাদা আলাদা প্রজ্ঞাপনে তাঁদের নিয়োগ দেওয়া হয়। আগামী চার বছরের জন্য তাঁরা নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে উপাচার্য নিয়োগের শর্তে বলা হয়েছে, চার বছরের জন্য উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। ওই পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। এ ছাড়া বিধি অনুযায়ী পদ–সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। একই শর্ত দেওয়া হয়েছে সহ-উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপনেও।

এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর ২০ আগস্ট গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কিউ এম মাহবুব ও সহ-উপাচার্য সৈয়দ সামসুল আলম পদত্যাগ করেন। এর পর থেকে প্রায় আড়াই মাস ধরে গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য থাকায় এক প্রকারে অভিভাবকশূন্য হয়ে পড়েছিল বিশ্ববিদ্যালয়টি।