সপ্তমবারের মতো নৌকার প্রার্থী হয়ে নির্বাচনে মির্জা আজম

মির্জা আজম
ছবি: সংগৃহীত

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মির্জা আজম। তিনি সপ্তমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে তিনি টানা ছয়বার বিজয়ী হন। আগামী ৭ জানুয়ারি তিনি নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মির্জা আজম ৩০ বছর ধরে জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে প্রার্থী হিসেবে তিনিই সর্বোচ্চবার দলীয় মনোনয়ন নিয়ে টানা সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।

মির্জা আজম বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, মির্জা আজম জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন থেকে ১৯৯১ সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়েন। তিনি ২৮ বছর বয়সে নির্বাচনে বিজয়ী হন। এরপর তিনি টানা ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে সংসদ সদস্য হন। ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি সরকারদলীয় হুইপের দায়িত্ব পালন করেন।

জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, মির্জা আজম আওয়ামী লীগের দুর্দিনের নেতা। শত ব্যস্ততার মধ্যেও তিনি জেলার মানুষকে সময় দেন।

মির্জা আজম প্রথম আলোকে বলেন, ‘একদম তরুণ বয়সে আমি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হই। সেই সময় নেত্রী আমাকে পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুমি যদি সৎভাবে জীবন যাপন করো, তাহলে সারা জীবন এমপি হতে পারবে। সেই মন্ত্রই আমাকে ছয়বার এমপি বানিয়েছে।’ এবারও জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।