নৌকা থেকে সাগরে ফেলে যাওয়া বস্তায় মিলল সাড়ে ১৭ কোটি টাকার ইয়াবা
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের অদূরে সাগরে পাচারকারীদের ফেলে যাওয়া কয়েকটি প্লাস্টিকের বস্তায় ৩২ হাজার পিস ইয়াবা ও ৪৭ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল পেয়েছেন কোস্টগার্ডের সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
মিয়ানমার থেকে এসব ইয়াবা ও কারেন্ট জাল বাংলাদেশে পাচার করা হচ্ছিল উল্লেখ করে কোস্টগার্ড সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপের কাছে কোস্টগার্ড সদস্যদের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে পাচারকারীরা সাগরে কয়েকটি প্লাস্টিকের বস্তা ফেলে যান।
বস্তাগুলোতে ১৭ কোটি ৬২ লাখ টাকা মূল্যমানের ৩২ হাজার পিস ইয়াবা ও ৪৭ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল পাওয়া যায়।
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের গোয়েন্দা পরিদপ্তর শাখার (মিডিয়া কর্মকর্তা) লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ ওরফে তকি প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালায় কোস্টগার্ডের একটি দল। এ সময় বাংলাদেশ সীমানায় মিয়ানমারের একটি মাছ ধরার নৌকা দেখা যায়।
নৌকাটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু সেটি সংকেত অমান্য করে মিয়ানমার জলসীমানার দিকে দ্রুতগতিতে পালাতে থাকে।
এ সময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করলে কয়েকটি প্লাস্টিকের বস্তা সাগরের পানিতে ফেলে নৌকাটি মিয়ানমার সীমানায় চলে যায়। পরে ভাসমান বস্তাগুলো উদ্ধার করে এর ভেতরে ৩২ হাজার পিস ইয়াবা ও ৪৭ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল পাওয়া যায়। জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা ও ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।