রাজশাহীতে রাশেদা সুলতানা বললেন, হাতপাখা প্রার্থীর ভোট বর্জনে নির্বাচনে প্রভাব পড়বে না
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিলেও নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না।
রাজশাহী সিটি নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শুক্রবার বেলা ১১টার দিকে নগরের একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়।
রাশেদা সুলতানা বলেন, ‘প্রার্থিতা প্রত্যাহার করার স্টেজটা চলে গেছে। আইনগতভাবে প্রত্যাহার করার আর কোনো সুযোগ নেই। এখন ওনারা (হাতপাখা প্রতীকের প্রার্থী) নির্বাচনের কাজ করবেন নাকি করবেন না, এটা ওনাদের ইচ্ছা। এ ব্যাপারে আমাদের কিছু বলার নাই। এতে ভোটে কোনো প্রভাবও পড়বে না। একজন প্রার্থী যদি শেষ পর্যন্ত নাই আসেন, আমাদের আরও মেয়র প্রার্থী আছেন তো। ১১১ জন কাউন্সিলর প্রার্থী আছেন। নিশ্চয়ই তাঁরা কাঙ্ক্ষিত ভোট চাইবেন।’
সবার সহযোগিতায় উদ্বুদ্ধ হয়ে ভোটাররা ভোটকেন্দ্রে আসবেন বলে মনে করেন এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘গম্ভীরা গানের মাধ্যমে ইভিএম বিষয়ে সচেতন করা হচ্ছে। আমি বিশ্বাস করি, ভোটাররা আসবেন। আমরা চাই এই ভোটটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অত্যন্ত উৎসবমুখর পরিবেশে হোক। ভোটার নির্বিঘ্নে কেন্দ্রে আসবেন, তাঁর ভোটাধিকার প্রয়োগ করে যাবেন।’
সিসিটিভি ক্যামেরা প্রসঙ্গে রাশেদা সুলতানা বলেন, ‘আমরা সিসিটিভি ক্যামেরায় সবকিছুই দেখব। ভোটকেন্দ্রের বাইরে ও ভেতরে যা যা কর্মকাণ্ড হয়, আমরা সবকিছু দেখতে পাই। এখানে মনে হয় না, কোনো সমস্যা হবে।’
সভায় প্রিসাইডিং কর্মকর্তাদের সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে নির্বাচনী আচরণবিধি মেনে চলাসহ নানা দিকনির্দেশনা দেন রাশেদা সুলতানা। এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্। আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন।