বরগুনায় সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসে ডাকাতি
বরগুনায় সড়কে গাছ ফেলে ঢাকা থেকে বরগুনাগামী ইমরান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাসে থাকা যাত্রীদের কাছ থেকে মুঠোফোন, টাকা ও মালামাল লুট করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে বরগুনার বেতাগী উপজেলার বরগুনা–বাকেরগঞ্জ আঞ্চলিক সড়কের গলাচিপা ও চান্দুখালী নামক এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
একই সময়ে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে আসা লাবিবা পরিবহনের আরও একটি বাসে ডাকাতির চেষ্টা করা হয়। সড়কে গাছ ফেলে, দুটি ট্রাক ও একটি পিকআপ রেখে এ ঘটনা ঘটানো হয়। তবে এসব ঘটনায় ইমরান পরিবহনের বাসের চালক সামান্য আহত হলেও দুটি বাসে থাকা যাত্রীদের কেউ হতাহত হননি।
বাসের চালক ও ভুক্তভোগী একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাতে যাত্রী নিয়ে ঢাকা থেকে ইমরান পরিবহনের একটি বাস বরগুনার উদ্দেশে রওনা হয়। দিবাগত রাত দুইটার দিকে বাসটি বেতাগী উপজেলার বরগুনা–বাকেরগঞ্জ সড়কের গলাচিপা নামক এলাকায় যাত্রী নামিয়ে চান্দুখালী এলাকায় পৌঁছালে সামনে লাবিবা পরিবহনের একটি বাস ও কয়েকটি ট্রাক দাঁড়ানো অবস্থায় দেখতে পান ইমরান পরিবহন বাসের চালক। এ সময় বাসের গতি কমানোর সঙ্গে সঙ্গে সড়কের পাশ থেকে কয়েকজন অস্ত্রের আঘাতে চালকের পাশে জানালার গ্লাস ভেঙে ফেলে। পরে বাসচালকের গলায় অস্ত্র ঠেকিয়ে সাত থেকে আটজন গাড়িতে উঠে যাত্রীদের জিম্মি করে। এ সময় যাত্রীদের সঙ্গে থাকা মুঠোফোন, টাকাসহ বিভিন্ন মালামাল লুট করা হয়। খবর পেয়ে সড়কে টহলে থাকা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যায়।
ডাকাতের কবলে পড়া ইমরান পরিবহনের হেমায়েত উদ্দিন বিশ্বাস নামের এক যাত্রী প্রথম আলোকে বলেন, ‘আমাদের গাড়িটি দিবাগত রাত দুইটার দিকে চান্দুখালী পার হয়ে গলাচিপার কাছাকাছি আসা মাত্রই ডাকাতদের কবলে পড়ে। ওই সড়কে আগে থেকেই কয়েকটি যানবাহন আটকে রাখা হয়েছিল। বিষয়টি দেখার জন্য আমাদের বাসের চালক গাড়ির জানালা খুলে মাথা বের করতেই ডাকাত সদস্যরা তাঁর গলায় অস্ত্র ঠেকায়। পরে বাধ্য হয়ে বাসের দরজা খুলে দেওয়া হয়। বাসে উঠে আমাদের টাকাপয়সা সবকিছু লুট করে নেয় ডাকাতেরা। জীবনে প্রথম কবলে পড়লাম।’
ঘটনার বর্ণনা দিয়ে ইমরান পরিবহন বাসের চালক মো. আয়নাল বলেন, ‘লাবিবা পরিবহনের একটি বাস সড়কে দাঁড়ানো দেখে এর পেছনে গাড়ি থামাই। এ সময় হঠাৎ অস্ত্র দিয়ে আঘাত করে আমার পাশের একটি জানালার গ্লাস ভেঙে গলায় অস্ত্র ধরে কয়েকজন ডাকাত সদস্য। পরে অন্য সদস্যরা বাসের দরজার গ্লাস ভেঙে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। এ সময় দেশি অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের মুঠোফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নেয় তারা। ঘটনার তিন থেকে চার মিনিটের মধ্যে ঘটনাস্থলে পুলিশ চলে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যায় ডাকাতেরা।’
ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান শুরু হয়েছে জানিয়ে বেতাগী থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘আমরা এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার জন্য ডাকাতির ঘটনায় ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করছি। কিন্তু তাঁরা অভিযোগ দিতে নারাজ।’