খাগড়াছড়িতে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট বর্জনের আহ্বান জানিয়ে প্রচারপত্র বিতরণের সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, পৌরসভা শাখা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে জেলা শহরের আদালত সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপি সূত্র জানায়, এম এন আবছারের নেতৃত্বে নেতা-কর্মীরা আদালত সড়কে প্রচারপত্র বিলি করছিলেন। এ সময় পুলিশের একটি দল সেখানে গিয়ে আবছারসহ তিন নেতাকে গ্রেপ্তার করে।
জানতে চাইলে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভির হাসান বলেন, দুটি টমটম (ইজিবাইক) পোড়ানোর পুরোনো একটি মামলায় এম এন আবছারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া অভিযোগ করেন, সাজানো মামলায় বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে। গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।