ঈশ্বরদীতে নিখোঁজের পরদিন লিচুবাগান থেকে তরুণের লাশ উদ্ধার
পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের এক দিন পর নয়ন হোসেন (২৭) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ছলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের একটি লিচুবাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত নয়নের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। তিনি উপজেলার বড়ইচোরা গ্রামের নজরুল ইসলামের ছেলে। বৈদ্যুতিক সরঞ্জাম মেরামতের কাজ করতেন তিনি।
এলাকাবাসী ও নিহতের স্বজনেরা জানান, কাজের তাগিদে প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয়ে রাত ৯টার দিকে ফিরতেন নয়ন। গত বুধবার সকালে তিনি বাড়ি থেকে বেড় হয়ে আর বাড়িতে ফেরেননি। রাত ১২টায় বাড়িতে না ফেরায় স্বজনেরা চিন্তিত হন। পরে তাঁর মুঠোফোনে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। এর পর থেকেই নয়নের খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসী গ্রামের একটি লিচুবাগানে নয়নের লাশ দেখতে পান। খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নয়নের বাবা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে নীরব প্রকৃতির ছিল। কারও সঙ্গে তাঁর শত্রুতা ছিল বলে কখনো শোনেননি। এরপরও কেন তাঁকে হত্যা করা হলো, বুঝতে পারছেন না। তিনি ছেলে হত্যার বিচার চান।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে নিহতের গলায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কেউ পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছে। তবে কী কারণে হত্যাকাণ্ড, এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবার একটি মামলা করবে বলে জানিয়েছে। মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।