মহানবী (সা.)–কে নিয়ে আপত্তিকর পোস্ট, তরুণ গ্রেপ্তার, বিক্ষোভ

চট্টগ্রাম জেলার মানচিত্র

পটিয়ায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে আপত্তিকর ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম পার্থ বিশ্বাস (২০)। গতকাল সোমবার দুপুরে নগরের সদরঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পটিয়া থানা–পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।

এদিকে তরুণকে গ্রেপ্তার করে পটিয়ায় আনার খবর ছড়িয়ে পড়লে থানা প্রাঙ্গণে জড়ো হন কয়েক শ লোক। তাঁরা ওই যুবককে তাঁদের হাতে তুলে দিতে বলেন। কিন্তু পুলিশ রাজি না হওয়ায় লোকজন আরও উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে সেনাবাহিনীকে খবর দেওয়া হলে তারা আসে। বিক্ষুব্ধ লোকজন তাদের একটি গাড়ি ভাঙচুর করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর প্রথম আলোকে বলেন, কামরুল ইসলাম নামের এক ব্যক্তি গতকাল থানায় মামলা করার পরপরই দ্রুততম সময়ে অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করা হয়।

এরপর থানায় মাদ্রাসাশিক্ষার্থীসহ স্থানীয় লোকজন জড়ো হন। তাঁরা বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে গ্রেপ্তার তরুণকে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হলে সেনাবাহিনীকে অবহিত করা হয়। কিন্তু কিছু বিক্ষুব্ধ লোক সেনাবাহিনীর একটি জিপ ভাঙচুর করেন। পরে পুলিশ, সেনাবাহিনী, মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

ওসি আরও বলেন, গ্রেপ্তার তরুণকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে হওয়া মামলাটি তদন্ত করা হচ্ছে।