আশ্রয়শিবির থেকে উখিয়ার বিভিন্ন গ্রামে আত্মগোপন করা ৩২ রোহিঙ্গা আটক
আশ্রয়শিবির থেকে পালিয়ে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন গ্রামে আত্মগোপন করা ৩২ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেল থেকে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত উখিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, উখিয়ার কুতুপালং, লম্বাশিয়া ও মধুরছড়া আশ্রয়শিবির থেকে বের হয়ে উখিয়ার রাজাপালং, কোর্টবাজার, মরিচ্যাবাজার এলাকায় আত্মগোপন করেন রোহিঙ্গারা। গতকাল রাতে আটক ৩২ রোহিঙ্গার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উখিয়া আশ্রয়শিবিরের ক্যাম্প ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক কয়েকজন রোহিঙ্গা বিভিন্ন যানবাহন চালানোর কাজ করছিল। এ ছাড়া কয়েকজন চুরি-ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন। গত তিন মাসে তিন দফায় উখিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন শতাধিক রোহিঙ্গাকে আটক করে আশ্রয়শিবিরে ফেরত পাঠায় পুলিশ। রোহিঙ্গারা যেন আশ্রয়শিবির থেকে পালাতে না পারেন, সে জন্য আশ্রয়শিবিরের চারদিকে কাঁটাতারের বেড়া দিয়ে সীমানা করা হয়েছে। কিন্তু বিভিন্ন স্থানে কাঁটাতারের বেড়া কেটে রোহিঙ্গারা কক্সবাজার শহরসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
এ বিষয়ে কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, শহরের বিভিন্ন পাহাড়ে অবস্থানরত কয়েক হাজার রোহিঙ্গা নানা পেশার সঙ্গে জড়িয়ে পড়েছেন। এতে স্থানীয় শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ছেন। রোহিঙ্গাদের তালিকা করে আশ্রয়শিবিরে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।