নওগাঁয় অতিরিক্ত চাল মজুত রাখায় একটি চালকলকে জরিমানা

অতিরিক্ত চাল মজুত রাখার দায়ে একটি চালকলকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার সরস্বতীপুর এলাকায়ছবি: সংগৃহীত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ধারণক্ষমতার অতিরিক্ত চাল মজুত রাখার দায়ে একটি চালকলকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার সরস্বতীপুর এলাকায় এসিআই অটো রাইস মিলে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ধারণক্ষমতার চেয়ে বেশি আতপ চাল মজুত রাখা এবং চালের বস্তার গায়ে অতিরিক্ত দাম লেখায় কৃষি বিপণন আইনে এসিআই অটো রাইস মিল নামের একটি প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে মজুত করা চাল তিন কার্যদিবসের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বস্তার গায়ে অতিরিক্ত মূল্য লেখাও তুলে ফেলার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের সময় নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা, জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান, জেলা কৃষি বিপণন কর্মকর্তা আমিনুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল হোসেনসহ খাদ্য বিভাগ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. গোলাম মওলা বলেন, হঠাৎ করেই চালের দাম বাড়ছে। বেশ কিছু মিলমালিক অবৈধ মজুত করে চালের দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মিলের গুদামগুলোয় অভিযান চালানো হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।