কাজে যাওয়া হলো না হাসিনা বেওয়ার
৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের শ্রমিক হিসেবে নির্বাচিত হয়েছিলেন হাসিনা বেওয়া (৫৫)। আজ শনিবার প্রকল্পের উদ্বোধনী কাজে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। ভ্যানে চড়ে কাজে যাওয়ার পথে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও দুজন আহত হয়েছেন।
আজ আক্কেলপুর-বদলগাছি সড়কের নওগাঁর বদলগাছী উপজেলার কেশাইল গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসিনা উপজেলার ঝাড়ঘরিয়া গ্রামের মৃত বাদেশ আলীর স্ত্রী। আহত দুজন হলেন ভ্যানচালক আলাউদ্দিন ও প্রকল্পের আরেক শ্রমিক ফরিদা বেগম।
ওই ভ্যানের যাত্রী সানোয়ার হোসেন বলেন, বদলগাছির কোলা ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা ছিল। শ্রমিকদের সকাল ১০টার মধ্যে ইউনিয়ন পরিষদে (ইউপি) উপস্থিত থাকতে বলা হয়েছিল। ঝাড়ঘরিয়া গ্রামের সাত শ্রমিক সকাল ৯টার দিকে ভ্যানে চড়ে কোলা ইউপি কার্যালয়ের উদ্দেশে রওনা দিয়েছিলেন। তাঁদের বহনকারী ভ্যানটি কেশাইল গ্রামে পৌঁছালে পেছন দিক থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে হাসিনা ছিটকে সড়কের ওপর পড়ে যান। ট্রাকের চাকা তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়। তিনি ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় ভ্যানচালক আলাউদ্দিন ও ফরিদা আহত হন। স্থানীয় লোকজন ছুটে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কোলা ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান বলেন, তাঁরা এ ঘটনায় শোকাহত।
বদলগাছি থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন বলেন, ট্রাকটি জব্দ ও ট্রাকচালক আবদুল মোমিনকে আটক করা হয়েছে। নিহত হাসিনার লাশ থানায় আনা হয়েছে।