ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে গোপালগঞ্জে বিনা মূল্যে চিকিৎসা
ট্রান্সকম গ্রুপের সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান এবং তাঁর নাতি ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘এসকেএফ’ ও ‘ফারাজ হোসেন ফাউন্ডেশন’-এর উদ্যোগে আজ সোমবার সকাল ৯টা থেকে শহরের নবীনবাগ এলাকার মোল্লা হার্ট কেয়ার সেন্টারে এ কার্যক্রম শুরু হয়।
দিনব্যাপী এ চিকিৎসাশিবিরে গোপালগঞ্জের মেডিসিন বিশেষজ্ঞ মো. আসাদুজ্জামান, মো. সাইদুজ্জামান, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইলমা আফরিন ও বাতব্যথা বিশেষজ্ঞ উম্মে হাবিরা খান রোগীদের চিকিৎসাসেবা দেন।
ফারাজ হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে চিকিৎসাশিবিরের সমন্বয় করেন ট্রান্সকম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসকেএফের জ্যেষ্ঠ সহকারী বিক্রয় ব্যবস্থাপক আরিফুর রহমান খান, জ্যেষ্ঠ মাঠ ব্যবস্থাপক খন্দকার হাফিজুর রহমান, মাঠ ব্যবস্থাপর জুয়েল আলম প্রমুখ।
চিকিৎসাসেবা নিতে আসা গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের হেনা বেগম (৬০) বলেন, ‘আমি দীর্ঘদিন যাবৎ জরায়ুর সমস্যায় ভুগছি। টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনি। আজ জানতে পারলাম। বিনা মূল্যে ওষুধ ও ব্যবস্থাপত্র পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
২০২০ সালের ১ জুলাই কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যের কারণে মৃত্যু হয় লতিফুর রহমানের। অন্যদিকে তাঁর নাতি ফারাজ আইয়াজ হোসেন গুলশানের হোলি আর্টিজানে জঙ্গিদের হামলায় মৃত্যুবরণ করেন।