ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের তোড়ে পড়ে গভীর বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আর নিখোঁজ হয়েছে অপর দুটি ট্রলার। গতকাল শুক্রবার সকাল থেকে দুপুরের মধ্যে বরগুনা ও পটুয়াখালী জেলার মাঝামাঝি দক্ষিণ বঙ্গোপসাগরে এসব ঘটনা ঘটে। এসব ঘটনায় মোট ৩৯ জেলে নিখোঁজ হয়েছেন।
আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ও সাধারণ সম্পাদক মাসুম আকন।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ডুবে যাওয়া ট্রলারের নাম এফবি মায়ের দোয়া। ট্রলারটি বরগুনার পাথরঘাটা উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের বড় টেংরা গ্রামের আবদুর রহিম খলিফার মালিকানাধীন। ট্রলারটি ডুবে গেলে পাশে থাকা অন্য একটি ট্রলারের জেলেরা চার জেলেকে উদ্ধার করেন। তবে ট্রলারটির আট জেলে এখনো নিখোঁজ। নিখোঁজ অপর দুটি ট্রলার হলো এফবি এলাহী ভরসা ও এফবি তামান্না। এফবি এলাহী ভরসা ট্রলারের মালিক বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামের রফিকুল ইসলাম। আর এফবি তামান্না ট্রলারটি চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামের আনোয়ার হোসেনের। এলাহী ভরসা ট্রলারের ১৭, তামান্না ট্রলারের ১৪, মায়ের দোয়া ট্রলারের ৮ জন জেলেসহ মোট ৩৯ নিখোঁজ রয়েছেন।
ডুবে যাওয়া এফবি মায়ের দোয়া ট্রলারের নিখোঁজ আট জেলে হলেন আবুল কালাম ওরফে কালু মাঝি (৪০), মো. জাফর হোসেন (৩৫), মজিবর চাপরাশি (৪০), ইউসুফ খলিফা (৩৫), আবদুস সত্তার (৬০), মো. নাদিম (২০), বেলাল হোসেন (৩০) ও মো. ইয়াছিন (২৫)। তাঁদের বাড়ি বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের বড় টেংরা ও কালমেঘা ইউনিয়নে। এই ট্রলার থেকে চার জেলেকে উদ্ধার করে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকায় পাঠানো হয়েছে। ওই চার জেলে হলেন মো. নূর জামাল (৫০), রাজীব হোসেন (২২), আজগর আলী (২০) ও মো. মাসুম (২০)।
আজ দুপুর পর্যন্ত নিখোঁজ ৩৯ জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান বলেন, বঙ্গোপসাগরে ট্রলারডুবি ও ট্রলারসহ জেলেরা নিখোঁজের বিষয়টি নৌবাহিনী ও কোস্টগার্ডকে জানানো হয়েছে। এ ছাড়া পাথরঘাটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলে পরিবারের স্বজনদের খোঁজখবর নেওয়া হচ্ছে।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সাকিব মেহবুব বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে বঙ্গোপসাগরে অভিযান চালানো হচ্ছে।