লুট হওয়া রাইফেল উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করল সেনাবাহিনী

নরসিংদী কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়ছবি: সংগৃহীত

নরসিংদী জেলা কারাগার থেকে গত ১৯ জুলাই লুট হওয়া রাইফেল উদ্ধারের পর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। আজ শুক্রবার সকালে শহরের মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের সেনা ক্যাম্পে অস্ত্রটি হস্তান্তর করা হয়।

২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ রাইফেলটি নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ছামিউল হকের হাতে তুলে দেন। এ সময় নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এর আগে ২৭ সেপ্টেম্বর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকগাছার নির্মাণাধীন একটি বাড়ির মাটির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় রাইফেলটি উদ্ধার করে সেনাবাহিনী।

২৩ জুলাই বিকেল সোয়া পাঁচটার দিকে দুর্বৃত্তরা নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে অস্ত্র লুট করে নিয়ে যায়। এ সময় কারাগারে থাকা ৮২৬ জন বন্দী পালিয়ে যান। পরে তাঁদের অনেকে আত্মসমর্পণ করেন। কারাগার থেকে মোট ৮৫টি অস্ত্র লুট হয়েছিল। ইতিমধ্যে অর্ধশতাধিক অস্ত্র উদ্ধার হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।