১৭ বছর পর কানাইখালী চত্বরে সমাবেশ করল নাটোর বিএনপি

১৭ বছর পর নাটোর জেলা বিএনপির নেতা-কর্মীরা কানাইখালী চত্বরে শান্তি সমাবেশ করেছেনছবি: প্রথম আলো

প্রায় ১৭ বছর পর নাটোর জেলা বিএনপির নেতা-কর্মীরা কানাইখালী চত্বরে শান্তি সমাবেশ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে তাঁরা এ সমাবেশ করেন। এত দিন চত্বরটি আওয়ামী লীগের নেতা-কর্মীদের দখলে ছিল। অনেক চেষ্টা করেও বিএনপির কর্মীরা এত দিন এই চত্বরে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেননি।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের অবসান উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে আজ শান্তিমিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচি উপলক্ষে জেলা সদরের বাইরে থেকেও হাজার হাজার নেতা-কর্মী ট্রাক, বাস ও মোটরসাইকেলে করে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড চত্বরে জড়ো হন। এর আগে তাঁরা শহরের প্রধান সড়কে শান্তিমিছিল করেন। দুপুর ১২টায় শুরু হয় শান্তি সমাবেশ।

সমাবেশে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দেশটাকে নরকে পরিণত করেছিল। দেশে বাক্‌স্বাধীনতা বলে কিছু ছিল না। লুটপাট, দখল, দুর্নীতিতে দেশটাকে নিঃস্ব করা হয়েছে। এই নাটোরেও তারা স্বৈরতন্ত্র চালিয়েছে। গত ১৭ বছরে তারা বিএনপির নেতা-কর্মীদের স্বাধীনভাবে মাঠে নামতে দেয়নি। রাস্তায় শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে বের হলেও তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে।

রুহুল কুদ্দুস বলেন, আওয়ামী লীগ বিএনপির নিরীহ নেতা–কর্মীদের নির্যাতন করেছে। বিএনপির নেতা–কর্মীরা শহরের প্রাণকেন্দ্র কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে কর্মসূচি পালন করতে চাইলেও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ও পুলিশ বাধা দিয়েছে। তাদের খারাপ পরিণতির মধ্য দিয়ে জুলুম–নির্যাতনের অবসান হয়েছে। দেশের মানুষ সত্যিকারের স্বাধীনতার স্বাদ পাচ্ছে। বিএনপির নেতা-কর্মীরা এই কানাইখালী চত্বরে জড়ো হতে পারছেন। এ দেশের মাটিতে আওয়ামী লীগের কবর হয়ে গেছে। দেশের মানুষ আর কখনো তাদের এই মাটিতে স্থান দেবে না।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আলী দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, যুবদলের আহ্বায়ক এ হাই তালুকদার ডালিম প্রমুখ।