ঝালকাঠিতে শ্রেণিকক্ষের পলেস্তারা খসে পড়ে ৫ শিক্ষার্থী আহত

রাজাপুরে পূর্ব সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের পলেস্তারা খসে পড়েছেছবি: প্রথম আলো

ঝালকাঠির রাজাপুরে পূর্ব সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের পলেস্তারা খসে পড়ে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে।

এতে পঞ্চম শ্রেণির ছাত্র জুনায়েদ আজম, লিটন খান, রনি হাওলাদার, আবদুল্লাহ ও মো. তামিম নামের পাঁচ শিক্ষার্থী আহত হয়। আহত শিক্ষার্থীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। এ ঘটনার পর ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ি চলে যায়। ঘটনার পর থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আহত শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে আগে থেকেই পলেস্তারা খসে পড়ত। আজ ক্লাস চলাকালে বেলা পৌনে ১১টার দিকে হঠাৎ অনেক স্থানের পলেস্তারা খসে পড়ে। এতে পাঁচ শিক্ষার্থী মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। শিক্ষার্থীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে এবং আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে।

সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান বলেন, ২০০৪ সালে বিদ্যালয়ের এ ভবন নির্মাণ করা হয়েছিল। দু–তিন বছর ধরে বিভিন্ন স্থানের পলেস্তারা খসে পড়া দেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তাঁরা মাঝেমধ্যে এসে ঘুরে দেখে যেতেন। কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা না করায় ক্লাস চালানো হচ্ছিল। ভবনটি এখন খুবই ঝুঁকিপূর্ণ।

রাজাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্তার হোসেন বলেন, প্রধান শিক্ষককে একটি আবেদন করতে বলা হয়েছে এবং ওই কক্ষে তালা লাগিয়ে দিতে বলা হয়েছে, যাতে কোনো শিক্ষার্থী ওখানে না যায়। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।