মৎস্যবিশেষজ্ঞের সাক্ষাৎকার

নদী ও সমুদ্র স্বাভাবিক রয়েছে, সেপ্টেম্বরে ইলিশ ধরা বাড়তে পারে

এ বছর পদ্মায় বড় আকারের ইলিশ পাওয়া যাচ্ছে কম। তবে ফেনী নদীতে বেশি ধরা পড়ছে। মৌসুমের শুরুতে জেলেদের জালে খুব বেশি ইলিশ ধরা পড়েনি। ইলিশের গতিপ্রকৃতি, প্রজনন, গবেষণা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক মো. মহিউদ্দিন জাহাঙ্গীর। সাক্ষাৎকার নিয়েছেন সুজয় চৌধুরী।

মো. মহিউদ্দিন জাহাঙ্গীর
ছবি: সংগৃহীত
প্রশ্ন:

গত বছরের তুলনায় এবার ইলিশ কম ধরা পড়ছে, এমনটাই বলছেন জেলেরা। কম ধরা পড়ার কারণ কী?

মো. মহিউদ্দিন জাহাঙ্গীর: ইলিশ নিয়ে জেলেদের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব সব সময় মেলে না। ইলিশ পরিযায়ী মাছ (মাইগ্রেটরি ফিশ)। খাদ্য সংগ্রহ ও প্রজননের জন্য এই মাছের মাইগ্রেশন হয়ে থাকে। অর্থাৎ খাবার সংগ্রহ ও ডিম ছাড়তে ইলিশ সমুদ্র থেকে নদীতে আসে। এ বছর হয়তো ইলিশ গভীর সমুদ্রে রয়েছে। অথবা যথেষ্ট মাছ প্রজননের জন্য প্রস্তুত নয়। এ কারণে নদীতে কম ইলিশ ধরা পড়ছে।

প্রশ্ন :

ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে বঙ্গোপসাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। ১৯ মে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা শেষ হয় ২৩ জুলাই। এ সময়ে ইলিশের প্রজনন ঠিকঠাক হয় কি?

মো. মহিউদ্দিন জাহাঙ্গীর: ৬৫ দিন নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি বেশ কার্যকর। বিভিন্ন দেশে বাণিজ্যিক ও গুরুত্বপূর্ণ মাছ রক্ষায় এ রকম নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু ইলিশ পরিযায়ী মাছ। ৬৫ দিনের এ সময়সূচিতে ইলিশের প্রজনন ঠিকঠাক হয় কি না, তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। বিশেষ করে ইলিশের প্রজনন হরমোনের (LH এবং FSH) পরিমাণ নির্ণয় করা জরুরি। এর মাধ্যমে ইলিশ কখন ডিম ছাড়বে, তা জানা যাবে সঠিকভাবেই।

আরও পড়ুন
প্রশ্ন:

জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাস ইলিশের মৌসুম হিসেবে ধরেন জেলেরা। কিন্তু এ সময়ে এবার নদীতে ইলিশ কম পাওয়া গেছে। ইলিশের আদৌ নির্দিষ্ট কোনো মৌসুম রয়েছে?

মো. মহিউদ্দিন জাহাঙ্গীর: সেই অর্থে ইলিশের নির্দিষ্ট কোনো মৌসুম নেই। জেলেরা সারা বছরই কমবেশি ইলিশ ধরেন। তবে ইলিশ ধরার জন্য পূর্ণিমা ও অমাবস্যার জো বেশ গুরুত্বপূর্ণ। এ বছর ঘূর্ণিঝড়ের প্রভাবে শুরুতে কম ধরা পড়লেও সেপ্টেম্বরে জালে ইলিশ বাড়তে পারে। কারণ, এখন নদী ও সমুদ্র স্বাভাবিক অবস্থায় রয়েছে।

প্রশ্ন :

ইলিশ কি সারা বছরই ধরা পড়ে?

মো. মহিউদ্দিন জাহাঙ্গীর: ইলিশ এখন সারা বছরই ধরা পড়ে। তবে পরিমাণে পার্থক্য থাকে।

আরও পড়ুন
প্রশ্ন:

আগে পদ্মা নদীতে বড় আকারের ইলিশ ধরা পড়ত। এখন সেটি কমেছে। কিন্তু ফেনী নদীতে পরিমাণে কম হলেও বড় আকারের ইলিশ ধরা পড়ছে। এই পরিবর্তনের কারণ কী?

মো. মহিউদ্দিন জাহাঙ্গীর: এটা সত্য যে পদ্মা নদীর ইলিশের কদর আছে। কিন্তু এখন পদ্মা নদীতে আকারে বড় মাছ কম পাওয়া যাচ্ছে। এর কারণ হতে পারে, পদ্মা নদীর মাছ একবার বা দুবার ডিম দেওয়ার পর জালে আটকা পড়ে যাচ্ছে। অন্যদিকে দু-এক বছর ধরে ফেনী নদীতে বড় বড় ইলিশ ধরা পড়ছে। আকারে কোনো কোনোটি দুই থেকে আড়াই কেজিও হচ্ছে। ফেনী নদীতে ডিম ছেড়ে আবার সমুদ্রে ফিরে যাচ্ছে মা ইলিশ। আবার পরবর্তীকালে ফিরে আসছে। অর্থাৎ বড় হওয়ার সুযোগ পাচ্ছে।

আরও পড়ুন