বদরগঞ্জে হামলায় দুই বন কর্মকর্তা গুরুতর আহত

রংপুরের বদরগঞ্জে বন বিভাগের জমি উদ্ধারে গিয়ে অবৈধ দখলকারীদের হামলায় আহত মিঠাপুকুর রেঞ্জ কর্মকর্তা রুহুল আমিন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ
ছবি: সংগৃহীত

রংপুরের বদরগঞ্জে স্থানীয় লোকজনের হামলায় বন বিভাগের দুই কর্মকর্তা আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর খৈদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কর্মকর্তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আজ শুক্রবার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া বন বিট কর্মকর্তা মোর্শেদ আলম বাদী হয়ে শাখাওয়াত হোসেন নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে হামলাকারী হিসেবে মোট পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকে শাখাওয়াত হোসেনসহ অভিযুক্ত ব্যক্তিরা পলাতক।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবীর বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে বদরগঞ্জের লোহানীপাড়া বন বিটের আওতায় বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর খৈদাপাড়া এলাকায় সরকারি পাঁচ হেক্টর জমিতে সামাজিক বন বিভাগ গাছ লাগায়। এর সপ্তাহখানেক পরে ওই জমি নিজেদের দাবি করে ওই এলাকার শাখাওয়াত হোসেনসহ কয়েক ব্যক্তি রাতে গাছগুলো উপড়ে সেখানে আমের চারা রোপণ করেন। এ কারণে বন বিভাগের পক্ষ থেকে ওই জমি পুনরুদ্ধারে গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সামাজিক বন বিভাগ রংপুরের মিঠাপুকুর রেঞ্জ কর্মকর্তা রুহুল আমিন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আরেক রেঞ্জ কর্মকর্তা ইকবাল হোসেন, বিট কর্মকর্তা শরিফুল ইসলাম, লোহানীপাড়া বনবিট কর্মকর্তা মোর্শেদ আলম, বাংলো চৌকিদার কামরুজ্জমান ও নূর আলম।

মিঠাপুকুর রেঞ্জ কর্মকর্তা রুহুল আমিন ও মিঠাপুকুর বন বিট কর্মকর্তা শরিফুল ইসলাম বদরগঞ্জে বন বিভাগের বেদখল জমি দখল করতে গিয়ে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর হামলায় আহত হয়েছেন।

কর্মকর্তাদের অভিযোগ, ওই সময় কথা-কাটাকাটির একপর্যায়ে শাখাওয়াত হোসেনের নেতৃত্বে কয়েকজন ধারালো অস্ত্র ও লাঠি হাতে বন কর্মকর্তাদের ওপর হামলা চালান। এতে ধারালো অস্ত্রের আঘাতে রেঞ্জ কর্মকর্তা রুহুল আমিন ও বিট কর্মকর্তা শরিফুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন সেখান থেকে তাঁদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বন বিভাগের কর্মকর্তা–কর্মচারীদের ওপর হামলা চালানো অভিযোগের বিষয়ে চেষ্টা করেও অভিযুক্ত শাখাওয়াত হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এ বিষয়ে রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মিঠাপুকুর রেঞ্জ কর্মকর্তা ও মিঠাপুকুর বন বিট কর্মকর্তা বদরগঞ্জে বন বিভাগের বেদখল জমি দখল করতে গিয়ে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর হামলায় আহত হয়েছেন। হামলাকারী ব্যক্তিদের বিরুদ্ধে থানায় এজাহার দেওয়া হয়েছে। সেখানে বন বিভাগের বেদখল জমি উদ্ধারে খুব শিগগির আবার অভিযান পরিচালনা করা হবে।