বাড়ির পুকুরে ভাসছিল ছোট্ট দুই শিশু
বরগুনার বামনা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো নাঈম (৬) ও আমেনা (৪)। আজ শনিবার বিকেলে উপজেলার জাফ্রাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নাঈম জাফ্রাখালী গ্রামের রাসেল হাওলাদারের ছেলে এবং আমেনা পার্শ্ববর্তী ডৌয়াতলা গ্রামের ওমর আলীর মেয়ে। তারা মামাতো-ফুফাতো ভাই-বোন। শিশু আমেনা গতকাল শুক্রবার মা–বাবার সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
পুলিশ ও স্বজনেরা জানিয়েছেন, বিকেলে শিশু নাঈম ও আমেনা বাড়ির সামনের পুকুরপাড়ে বসে খেলছিল। একপর্যায়ে স্বজনেরা তাদের না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।
অনেকক্ষণ পর দুই শিশুকে পুকুরে ভাসতে দেখেন তাঁরা। উদ্ধার করে তাদের ডৌয়াতলা সৌদিপ্রবাসী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডৌয়াতলা সৌদিপ্রবাসী হাসপাতালের চিকিৎসক আমির হামজা প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।
জানতে চাইলে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আলম প্রথম আলোকে বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই শিশুর লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।