রানীনগরে দুটি বিদ্যালয়ে যাওয়ার রাস্তা ভেঙে পুকুরগর্ভে, দুর্ভোগ
নওগাঁর রানীনগর উপজেলার মিরাট গ্রামের মিরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিরাট উচ্চবিদ্যালয়ে প্রবেশের একমাত্র রাস্তাটি ভেঙে পাশের পুকুরে বিলীন হয়ে গেছে। বর্তমানে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকসহ গ্রামবাসী অনেক কষ্টে ওই রাস্তা দিয়ে চলাচল করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি নির্মাণ করার সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল। যে কারণে নির্মাণের মাত্র চার মাসের মাথায় রাস্তাটি ভাঙতে শুরু করে। পর্যায়ক্রমে ভাঙতে ভাঙতে রাস্তার বেশির ভাগ অংশ পাশের পুকুরে বিলীন হয়ে গেছে।
মিরাট গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, রাস্তাটি ভেঙে যাওয়ার কারণে কোনো যানবাহন রাস্তা দিয়ে গ্রামের ভেতর প্রবেশ করতে পারে না । এ কারণে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে হেঁটে রাস্তা দিয়ে চলাচল করতে হয়।
মিরাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন বলেন, মাত্র দেড় বছর আগে রাস্তাটি তৈরি করা হয়। পুকুরপাড়ে শুধু কয়েকটি খুঁটির সঙ্গে ইটের গাঁথুনির ওপর ঢালাই দিয়ে নির্মাণ করা হয় রাস্তাটি। নির্মাণের প্রায় চার মাস পরই ইটের গাঁথুনি আর খুঁটি পুকুরে বিলীন হয়ে যাওয়ার কারণে রাস্তাটির চার ভাগের তিন ভাগই পুকুরে চলে গেছে। যে পরিমাণ রাস্তা এখনো ভালো আছে, সেটি দিয়ে কোনো রকমে হেঁটে চলাচল করা যায়। শুষ্ক মৌসুমে কোনোমতে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে পা পিছলে পুকুরের মধ্যে পড়ে যাওয়ার ঘটনা ঘটে। সাইকেল নিয়ে চলাচল করতে গিয়ে অনেক শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়েছে। তাই দ্রুত স্থায়ীভাবে রাস্তাটি মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।
রানীনগর উপজেলা প্রকৌশলী মো. ইসমাইল হোসেন বলেন, উপজেলাতে একেবারে নতুন এসেছেন তিনি। সরেজমিন করে দ্রুত রাস্তাটি মেরামত করার চেষ্টা করবেন।