বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করায় কাদের সিদ্দিকীর বিরুদ্ধে বিক্ষোভ
বিএনপিকে নিয়ে কটূক্তি, দলের নেতা-কর্মীদের চাঁদাবাজ বলে অভিহিত ও আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির তুলনা করায় কাদের সিদ্দিকীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। গতকাল শনিবার রাত সাড়ে আটটায় তালতলা চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।
গতকাল শনিবার টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের এক সভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে বিএনপির বিরুদ্ধে নানা কথা বলেন। কাদের সিদ্দিকীর এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হলে স্থানীয় বিএনপি বিক্ষোভে ফেটে পড়ে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে মিছিল নিয়ে তালতলা চত্বরে এসে জড়ো হন।
সেখানে সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজু কাদের সিদ্দিকীকে ভারতের দালাল ও শেখ হাসিনার পেতাত্মা দাবি করে বলেন, কাদের সিদ্দিকী একজন বহিষ্কৃত সেনাসদস্য। তিনি টাঙ্গাইলের চারটি ব্যাংকে ডাকাতি ও পুলিশ ফাঁড়ির অস্ত্র লুটপাট করেছিলেন।
কাদের সিদ্দিকীকে বিশ্বাসঘাতক মীরজাফর ও বেইমান দাবি করে শাজাহান সাজু বলেন, ঢাকার মোহাম্মদপুরের বাড়িটি শেখ হাসিনার কাছ থেকে লিখে নিয়ে, ব্যাংকঋণ শোধ করে দেওয়ার শর্তে হাসিনার সঙ্গে চুক্তি করে গত ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। তিনি আরও বলেন, বিএনপি চাঁদাবাজ নয়, বরং বিএনপি ৫ আগস্টের পর সখীপুরকে নিরাপত্তা দিয়েছে। কোনো স্থাপনা, থানা, উপজেলা প্রশাসন ভাঙচুর হয়নি। পাহারা দিয়েছে।
এ সময় আরও বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, উপজেলা যুবদলের সভাপতি নাসির উদ্দিন প্রমুখ।