ভারতে পাচার হওয়া দুই শিশুসহ ১৫ নারী দেশে ফিরলেন
ভারতে পাচার হওয়া দুই কন্যাশিশুসহ ১৫ জন নারী বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বিশেষ ভ্রমণ অনুমতির মাধ্যমে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করে।
ফেরত আসাদের মধ্যে ১৩ জন নারী ও ২টি কন্যাশিশু আছে। শিশু দুটির বয়স ১৩ থেকে ১৪ বছর। ওই নারীদের বাড়ি যশোর, সাতক্ষীরা, ঢাকা, চট্টগ্রাম, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল ও নারায়ণগঞ্জ জেলায়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, ভালো রোজগারের আশায় দালালের মাধ্যমে সীমান্তপথে এই নারীরা ভারতের কলকাতা যান। পরে সেখানে কাজ করার সময় সে দেশে অবৈধভাবে বসবাস করার অভিযোগে পুলিশ তাঁদের আটক করে জেলহাজতে পাঠায়। সেখান থেকে একটি প্রতিষ্ঠান তাঁদের ছাড়িয়ে এনে নিজস্ব শেল্টার হোমে রাখে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁদের ভারত সরকারের দেওয়া বিশেষ ভ্রমণ অনুমতির (ট্রাভেল পারমিট) মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়। আনুষ্ঠানিকতা শেষ করে রাত সাড়ে ৮টার দিকে তাঁদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা প্রথম আলোকে বলেন, বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশিদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে একটি প্রতিষ্ঠান তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করবে।