মুঠোফোনে কথা বলতে বলতে ট্রেনের নিচে ঝাঁপ, কিশোরীর মৃত্যু
পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্রী মারা গেছে। আজ বুধবার দুপুরে উপজেলা সদরের ঈশ্বরদী-ঢাকা রেললাইনের সাটুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের দাবি, মুঠোফোনে কথা বলতে বলতে ওই ছাত্রী ট্রেনের নিচে ঝাঁপ দিলে তার মৃত্যু হয়।
ওই স্কুলছাত্রীর নাম ঊর্মি আক্তার (১৫)। সে উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামের খান জাহান আলীর মেয়ে। সে বিবি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণিতে পড়ত।
প্রত্যক্ষদর্শী তিনজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে ঊর্মি রেললাইনের পাশের একটি বাগানে বসে মুঠোফোনে কথা বলছিল। এর মধ্যেই ট্রেন আসার শব্দ শুনে সে সেখান থেকে উঠে মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইনের দিকে হাঁটতে থাকে। একপর্যায়ে সে ফোন হাতে নিয়েই ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঊর্মির বাবা খান জাহান আলী বলেন, প্রতিদিনের মতো আজ সকালে ঊর্মি প্রাইভেট পড়তে উপজেলা সদরে গিয়েছিল। পড়া শেষ করেই সে রেললাইনের পাশে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে কেন সে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে, সেটা তিনি বলতে পারছেন না।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ছাত্রী ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।