রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সম্পাদক তুষার কান্তি গ্রেপ্তার
রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার সাভার এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর র্যাব-১৩-এর মিডিয়া উইং কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রংপুরে করা চারটি হত্যা মামলার আসামি তুষার কান্তি মণ্ডল। তিনি ২০১১ সালে রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। পরে ২০১৯ সালে পুনরায় দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।