সিলেটে বন্যার্তরা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না, অভিযোগ বিএনপির

সিলেটের গোয়াইনঘাট উপজেলার আনন্দবাজারে জেলা বিএনপি বন্যাকবলিত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করে। মঙ্গলবার বিকেলেছবি : প্রথম আলো

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। আজ মঙ্গলবার বিকেলে সিলেট জেলা বিএনপির উদ্যোগে গোয়াইনঘাট উপজেলায় বন্যাকবলিত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণকালে নেতারা এ অভিযোগ করেন।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটের মানুষ বানের জলে ভেসে গেলেও পর্যাপ্ত খাদ্যসহায়তা পাচ্ছেন না। সরকার দেশের মানুষের স্বার্থ দেখছে না। দেশের মানুষের টাকায় রেললাইন করে ভারতকে ট্রানজিট দিচ্ছে। সরকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা না হলে দেশ চরম অস্তিত্বসংকটে পড়বে।

আরও পড়ুন

জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিনের সহযোগিতায় গোয়াইনঘাট উপজেলা সদর ও আলীরগাঁও ইউনিয়নের আনন্দবাজারে প্রায় সাড়ে তিন শ পরিবারের মধ্যে খাদ্যসহায়তা ও নগদ অর্থ বিতরণ করে বিএনপি। গোয়াইনঘাট উপজেলা সদরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মতিন। প্রধান বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। সভা সঞ্চালনা করেন কামাল উদ্দিন।

প্রধান বক্তার বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন, মানুষ পানিতে ভেসে যাচ্ছে, দেশে রিজার্ভ নেই, দ্রব্যমূল্যে মানুষ অতিষ্ঠ। কিন্তু সরকারের এসবে কিছু যায়–আসে না। তারা দেশের চিন্তা না করে, দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অন্য একটি দেশের স্বার্থ রক্ষার জন্য উঠেপড়ে লেগেছে। তাদের কাছে দেশ কোনোভাবেই নিরাপদ নয়।

আরও পড়ুন

কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কোহিনুর আহমদ ও শাকিল মোর্শেদ, কৃষিবিষয়ক সম্পাদক আবদুল হাফিজ, সহ–দপ্তর সম্পাদক মাহবুব আলম, জেলা বিএনপির সহ–স্বাস্থ্যবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, বিএনপির নেতা জামাল আহমেদ, সোলেমান সিদ্দিকী ও হারুনুর রশীদ, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন