বরগুনায় ছয় দিন পর বাস চলাচল শুরু

বরগুনা জেলার মানচিত্র

ছয় দিন বন্ধ থাকার পর বরগুনা থেকে আন্তজেলা ও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। এতে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির আন্দোলন ঘিরে গত বৃহস্পতিবার থেকে দেশজুড়ে সহিংসতা এবং পরে কারফিউয়ের কারণে বরগুনার সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ ছিল। এতে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন।

বরিশাল শহরের ব্যবসায়ী মো. মাসুম মিয়া বলেন, ‘চার দিন আগে বরগুনায় বোনের বাড়িতে বেড়াতে এসেছিলাম। কারফিউয়ের কারণে বরগুনা–বরিশাল রুটে পথে বাস চলাচল বন্ধ ছিল। সেই কারণে বরিশালে যেতে পারেননি। দীর্ঘদিন পর বাড়ি যাওয়ার বিষয়টিকে ঈদের মতো মনে হচ্ছে।’

বরগুনার সদর উপজেলার বদরখালী গ্রামের বাসিন্দা শাহিদা বেগম বলেন, ‘বরিশালে চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল এক সপ্তাহ আগে। বাস চলাচল বন্ধ থাকায় যেতে পারেনি। আজ যাচ্ছি।’

জেলা বাস ও মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক ছগীর হোসেন বলেন, সকাল থেকে ঢাকা–বরগুনা ও বরিশাল–বরগুনা পথে বাস চলাচল শুরু হয়।
বরগুনায় চলমান কারফিউ আজ সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শিথিল করা হয়েছে।

বরগুনার জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কারফিউ আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত শিথিল করা হয়েছে। আগামীকাল আমরা এই সময় আরও এক ঘণ্টা বাড়াতে পারি। সেটা সন্ধ্যার পর জানিয়ে দেব।’