রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড, সাক্ষ্য দিয়েছেন দুই সন্তান
রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামি মো. মনির হাসানকে (৪৫) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১–এর বিচারক জান্নাতুল লিলিফা আকতার জাহান এই আদেশ দেন।
৪৫ বছর বয়সী মো. মনির হাসান জেলার বালিয়াকান্দি উপজেলার নলিয়া জামালপুর গ্রামের মৃত কাজী নজরুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্র জানায়, প্রায় ২০ বছর আগে মনির হাসান রাজবাড়ী সদর উপজেলার বানিয়ারী গ্রামের হাসি বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে মনির হাসান বানিয়ারী গ্রামের শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পারিবারিক কলহের জের ধরে ২০২৩ সালের ২৯ জুন দিবাগত রাতে মনির হাসান স্ত্রী হাসি বেগমকে গোয়ালঘরের গরুর খাবার ও পানি খাওয়ানের চাড়ে (পাত্র) চুবিয়ে হত্যা করেন। এ সময় দুই সন্তানের চিৎকারে এলাকাবাসী ঘুম থেকে জেগে উঠলে তখন মনির হাসান স্ত্রী হত্যার কথা স্বীকার করেন।
এ ঘটনায় পরদিন হাসি বেগমের ভাই ইয়াকুব আলী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মনির হাসানকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করলে স্ত্রী হত্যার দায় স্বীকার করেন তিনি।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১–এর সরকারি কৌঁসুলি (পিপি) আবদুর রাজ্জাক মোল্লা বলেন, আসামি আদালতে স্ত্রী হত্যার কথা স্বীকার করলে বিচারকাজ শুরু হয়। এ ছাড়া তাঁদের দুই সন্তানও এ মামলায় আদালতে সাক্ষী দিয়েছে। দীর্ঘ জবানবন্দি শেষে দোষী সাব্যস্ত হলে আসামি মনির হাসানকে আদালত মৃত্যুদণ্ড প্রদান করেন।
পিপি আবদুর রাজ্জাক আরও বলেন, ‘আদালত যে রায় দিয়েছেন, আমরা অনেক খুশি। বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছে বলে মনে করি।’