পাসপোর্ট ছাড়াই ভারত থেকে ফেরার পথে সাতক্ষীরা সীমান্তে গ্রেপ্তার ১০

গ্রেপ্তারপ্রতীকী ছবি

অবৈধভাবে ভারত থেকে আসার সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্তে নারী–শিশুসহ ১০ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার ভোরে কলারোয়ার সুলতানপুর বিওপির পোতাপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার রাধাপুর গ্রামের হালিমা বেগম (২৬), সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল এলাকার মনিরা বিবি (২৬), লক্ষ্মীপুর সদর উপজেলার রায়পুর গ্রামের রুমা আক্তার (২৫), বরিশাল সদর উপজেলার হিজলা এলাকার ময়না বেগম (২৫), মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা সদরের শারমিন বেগম (৩০)। এ ছাড়া আটক পাঁচজন শিশু।

এ ঘটনায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশরাফুল হক বলেন, কলারোয়ার সুলতানপুর সীমান্ত দিয়ে একদল মানুষ বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করবে, এমন সংসদের ভিত্তিতে গতকাল ভোরে সুলতানপুর বিওপির পোতাপাড়ার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১০ জনকে আটক করা হয়। বিনা পাসপোর্টে ভারতে যাতায়াতের অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার হালিমা বেগম ও মনিরা বিবি জানিয়েছেন, তাঁরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ছয় মাস আগে কাজের জন্য ভারতে যান। আজ ভোরে তাঁরা বাংলাদেশে ফিরছিলেন। বাংলাদেশের ভেতরে ঢোকার পর বিজিবি তাঁদের আটক করেছে।