প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, এক মাস পর থানায় অভিযোগ দিলেন আ.লীগ নেতা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে রাজবাড়ীর এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় সামসুল আরেফিন চৌধুরী নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ওই ফেসবুক পোস্ট দেওয়ার এক মাস পর সোমবার সন্ধ্যায় রাজবাড়ী সদর থানায় লিখিতভাবে অভিযোগ দিয়েছেন।
সামসুল আরেফিন চৌধুরী রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক। তাঁর বাড়ি সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর গ্রামে।
অভিযুক্ত নারীর নাম সোনিয়া আক্তার ওরফে স্মৃতি। তিনি শহরের তিন নম্বর বেড়াডাঙ্গায় বাস করেন। সোনিয়া স্থানীয় বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট সোনিয়া আক্তার তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের সমালোচনা করে ‘আপত্তিকর’ কথা লেখেন। অনেকে পোস্টটি দেখায় প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুণ্ন ও মানহানি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এক মাস আগের ফেসবুক স্ট্যাটাস নিয়ে এখন অভিযোগ করার কারণ জানতে চাইলে আওয়ামী লীগ নেতা সামসুল আরেফিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সোনিয়া আক্তার প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন সময়ে আপত্তিজনক কথা বলেছেন। এই পোস্টটি মাসখানেক আগে দিয়েছে। অন্য একটি স্ট্যাটাস দেখতে গিয়ে এটি দেখতে পেয়েছি। তা ছাড়া এ–সংক্রান্ত তথ্য–প্রমাণ জোগাড় করতে সময় লেগেছে।’
বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সোনিয়া আক্তার। তিনি বলেন, ‘মামলা থানায় নথিভুক্ত হোক। এরপর এ বিষয়ে মন্তব্য করব।’
জানতে চাইলে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখব। এরপর অভিযোগের সত্যতা পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’