বিশ্বের বৃহত্তম টেকনিক্যাল পেশাজীবী সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্সের (আইইইই) বাংলাদেশ সেকশনের উদ্যোগে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। আজ শুক্রবার সৈকতের একটি তারকা হোটেলে সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করা হয়।
কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ও পাওয়ার সিস্টেমস–বিষয়ক ২৭তম আন্তর্জাতিক এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আইইইইর গ্লোবাল প্রেসিডেন্ট টম কফলিন। বিশেষ অতিথি ছিলেন এশিয়া প্যাসিফিক রিজিওন ডিরেক্টর তাকাকো হাশিমোতো এবং সামির এস এম। এ ছাড়া উপস্থিত ছিলেন কনফারেন্সের টেকনিক্যাল প্রোগ্রাম চেয়ার ও বুয়েটের শিক্ষক শেখ আনোয়ারুল ফাত্তাহ।
এবারের ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (আইসিসিআইটি) ২০২৪–এর জেনারেল চেয়ারের দায়িত্ব পালন করছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটসের মোহাম্মাদ এ করিম, যুক্তরাষ্ট্রের মিনেসোটা ইউনিভার্সিটির মোহাম্মদ এস আলম এবং আইইইই ডব্লিউআইই চেয়ার ও বুয়েটের শিক্ষক সেলিয়া শাহনাজ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিএসই বিভাগের শিক্ষক মোহাম্মদ মশিউল হক। তিনি বলেন, এবারের আইসিসিআইটির জন্য জমা হওয়া প্রায় দেড় হাজার প্রবন্ধ থেকে সম্মেলনে উপস্থাপিত হচ্ছে ৬৫০টির বেশি প্রবন্ধ। সম্মেলনে তথ্যপ্রযুক্তি ও পাওয়ার সিস্টেমস–বিষয়ক গবেষণার তথ্য-উপাত্ত বিনিময়ের পাশাপাশি প্রযুক্তিসম্পর্কিত সর্বশেষ অগ্রগতির বিষয়ে আলোকপাত করা হচ্ছে। এতে দেশ-বিদেশের শিক্ষক, গবেষক, প্রকৌশল শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত এক হাজার সদস্য অংশ নিচ্ছেন।
স্মার্ট তথ্যপ্রযুক্তি ও পাওয়ার সিস্টেম তৈরির তাগিদ দিয়ে বক্তারা বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশি প্রযুক্তিবিদদের গবেষণাকে আরও সমৃদ্ধ করতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের প্রযুক্তিবিদদের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে।