এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালকসহ নিহত ২
ফরিদপুরে ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাকের চালক এবং বাসচালকের সহকারী নিহত হয়েছেন। আজ বুধবার ভোর পৌনে ৫টার দিকে এক্সপ্রেসওয়ের চান্দ্রা ইউনিয়নের পুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক নুর আলম (২৬) মাদারীপুরের শিবচর উপজেলার বাঁচামারা গ্রামের আইয়ুব আলীর ছেলে। নিহত বাস চালকের সহকারী কাদের মিয়া (২৫) ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মফিজুল মালিতার ছেলে।
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ের পুলিয়া এলাকায় একটি মাছ বোঝাই ট্রাকের পেছনের চাকা নষ্ট হয়ে যায়। রাস্তার পাশে ট্রাক রেখে চালক চাকা পরিবর্তন করছিলেন। আজ ভোর পৌনে পাঁচটার দিকে খুলনা থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস ওই ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চালক নুর আলম ও বাসচালকের সহকারী কাদের মিয়া গুরুতর আহত হন। শিবচর হাইওয়ে থানা-পুলিশ ওই দুজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রহমতউল্লাহ বলেন, ওই দুই ব্যক্তিকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক তমাল সরকার বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বাসের চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।