পীরগঞ্জে ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে পোস্ট, আটক ১
রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ওই ব্যক্তির নাম হাবিব বিন মিজান (২৮)। তিনি উপজেলার টুকুরিয়া ইউনিয়ন পরিষদের গন্ধবপুর গ্রামের বাসিন্দা।
থানা-পুলিশ জানায়, অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই ব্যক্তিকে সোমবার বিকেলে আটক করা হয়। থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে হাবিব বিন মিজান তাঁর ফেসবুক আইডি থেকে বিদ্যুৎ সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে একটি পোস্ট দেন। এ নিয়ে পীরগঞ্জে আলোচনা শুরু হয়।
বিষয়টি জানতে পেরে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কাবিলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম ওই ব্যক্তির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় বিকেলে একটি লিখিত অভিযোগ দেন। এরপরেই পীরগঞ্জ থানার পুলিশ গন্ধবপুর গ্রামের বাড়ি থেকে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যান।
উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কুমেদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ২ আগস্ট প্রধানমন্ত্রী রংপুরে আসবেন। তাঁর সমাবেশকে বাধাগ্রস্ত করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে ওই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই পোস্ট দিয়েছেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, হাবিব বিন মিজানকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।