জাফলং থেকে ৪৫ টন ভারতীয় চিনি ও চা–পাতা উদ্ধার
সিলেটের গোয়াইনঘাটের জাফলংয় থেকে ৪৫ টন ভারতীয় চিনি ও চা–পাতা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। আজ সোমবার ভোরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে এসব চোরাচালানের পণ্য জব্দ করে।
আজ সোমবার সকালে বিজিবির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, আজ ভোরে জাফলং মধ্যনগর এলাকায় বিশেষ অভিযান চালান বিজিবির সদস্যরা। এ সময় ভারত থেকে অবৈধ পথে আনা ৪৩ হাজার ৫৫০ কেজি চিনি ও ১ হাজার ৫৪৮ কেজি চা–পাতা জব্দ করা হয়। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৪ লাখ ৬১ হাজার ৩০০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, জব্দ করা মালামাল আইন অনুযায়ী স্থানীয় কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ যথাযথ নিয়ম মেনে নিলাম করবে।