কুমিল্লায় ‘আন্দোলনে যাওয়ার পথে’ গুলিবিদ্ধ শিক্ষার্থী, খোয়া গেছে মুঠোফোন

কুমিল্লার কোটবাড়ী জাদুঘর সড়কের মাথায় গুলিবিদ্ধ আশরাফুল ইসলাম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনছবি: প্রথম আলো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে যোগ দিতে যাওয়ার পথে আশরাফুল ইসলাম নাইম (১৮) নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর বাঁ পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে কোটবাড়ী জাদুঘর সড়কের মাথায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহত আশরাফুল ইসলাম। তিনি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী। তাঁর বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার মহেশপুর গ্রামে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক কামরুল হাসান মুন্সি বলেন, গুলিটি আশরাফুল ইসলামের বাঁ পায়ের হাঁটুর নিচে লেগেছে। এতে পায়ের হাড় ভেঙে গুলিটি ভেতরে রয়ে গেছে। এ মুহূর্তে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরীক্ষা–নিরীক্ষা শেষে পরবর্তী ধাপে তাঁর পায়ে অস্ত্রোপচার করা হবে।

আরও পড়ুন

সরেজমিনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের দোতলায় ক্যাজুয়ালিটি বিভাগে গিয়ে দেখা যায়, একটি শয্যায় শুয়ে আছেন আশরাফুল। তাঁর চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।

ঘটনার বিষয়ে জানতে চাইলে আশরাফুল ইসলাম বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনে যোগ দিতে তিনি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়মুখী সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ গুলির শব্দ শুনে দৌড় দেন। কিছুদূর গিয়ে সড়কের পাশে পড়ে যান।

আশরাফুল ইসলাম জানান, গুলির শব্দে প্রথমে তিনি কিছুই বুঝতে পারেননি। পরে বাঁ পা অবশ হয়ে গেলে তিনি সড়কের পাশে পড়ে গিয়ে জ্ঞান হারান। ওই সময় কারা যেন তাঁর মুঠোফোন নিয়ে যায়। পরে একটু জ্ঞান ফিরলে তিনি এক পায়ে ভর দিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তারপর তাঁকে চিকিৎসা দেওয়া শুরু হয়।

এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, তিনি আশরাফুলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জেনেছেন। তবে কে বা কারা গুলি করেছে, বিষয়টি এখনো স্পষ্ট নয়। তদন্ত চলছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।