জয়পুরহাটে পাল্টাপাল্টি সম্মেলনের ঘোষণায় ১৪৪ ধারা, কৌশলে কাউন্সিলরদের ভোট নিল বিএনপির একটি পক্ষ
জয়পুরহাটে একই সময়ে একই স্থানে বিএনপির দুটি পক্ষ সদর উপজেলা ও শহর বিএনপির সম্মেলন আহ্বান করায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এ জন্য নতুনহাট এলাকায় পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করেনি কোনো পক্ষ। আজ শুক্রবার সকাল থেকেই শহরের নতুনহাট এলাকায় পুলিশ মোতায়েন আছে।
তবে কৌশলে কাউন্সিলরদের কাছে ভোট সংগ্রহ করেছে বিএনপির একটি পক্ষ। ১৪৪ ধারার সময়সীমা শেষের পর ভোট গণনা করে কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
পুলিশ ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি শহরের নতুনহাটের গোহাটীতে আগামীকাল সদর উপজেলা ও শহর শাখা বিএনপির সম্মেলন আয়োজনের ঘোষণা দেওয়া হয়। কিন্তু দলের একটি পক্ষের নেতা-কর্মীদের সম্মেলনে রাখা হয়নি অভিযোগ তুলে তাঁরা গত বুধবার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে শহরে মশালমিছিল করেন। পরে তাঁরা আজ শুক্রবার নতুনহাটে পাল্টা সম্মেলনের ঘোষণা দেন।
একই স্থানে একই সময়ে পাল্টাপাল্টি সম্মেলনের ঘোষণায় বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গতকাল বিকেলে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত নতুনহাট এলাকায় ১৪৪ ধারা জারি করে বিজ্ঞপ্তি দেন।
আজ সকাল থেকেই শহরের নতুনহাটে পুলিশ মোতায়েন করা হয়। দলের দুটি পক্ষই আজ নতুনহাটে পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করেনি। তবে বিএনপির একটি পক্ষ ১৪৪ ধারার বাইরে সদর উপজেলা ও শহর শাখার কমিটি গঠনের জন্য কাউন্সিলরদের ভোট গ্রহণ করেছে।
বিএনপির সদর উপজেলা ও শহর শাখার নির্বাচন কমিশনার ওবায়দুর রহমান দুপুরে প্রথম আলোকে বলেন, নতুনহাটে ১৪৪ ধারা জারি থাকায় তাঁরা সম্মেলনের কৌশল পরিবর্তন করেন। প্রতিটি ইউনিয়নে বিএনপির উপজেলা শাখার কাউন্সিলরদের ভোট নেওয়ার ব্যবস্থা করা হয়। শহর শাখার ভোট জেলা বিএনপির আহ্বায়কের বাসায় নেওয়া হয়। আজ সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোটের বাক্স সিলগালা করা আছে। ১৪৪ ধারার সময়সীমা শেষ হলে ভোট গণনা করে কমিটি ঘোষণা করা হবে।
জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন প্রথম আলোকে বলেন, সদর উপজেলা ও শহর শাখার আজকের সম্মেলন বানচালের চেষ্টা করা হয়েছিল। সব অপচেষ্টা রুখে দিয়ে শান্তিপূর্ণভাবে দলের সম্মেলন শেষ হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল-মামুন বলেন, আজ শহরের নতুনহাটে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি আছে। এ জন্য নতুনহাটে বিএনপির দুটি পক্ষই তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করেনি। সকাল থেকেই নতুনহাটে পুলিশ মোতায়েন আছে।